ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে জমি সংক্রান্ত বিরোধে গুলিবিদ্ধসহ আহত ৫

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
সাভারে জমি সংক্রান্ত বিরোধে গুলিবিদ্ধসহ আহত ৫

সাভার(ঢাকা): সাভারে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলা ও গুলির ঘটনায় ৫ জন আহত হয়েছেন।

রোববার (১০ ডিসেম্বর) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়নের কৃষিবিদ এলাকায় এ ঘটনা ঘটে।

কৃষিবিদ গ্রুপের এক্সিকিউটিভ অফিসার বাংলানিউজকে জানান, পাশের জমির লোকজন সীমানা প্রাচীর করার সময় তাদের জমির মধ্যে এসে পরে।

বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে।  

এতে গ্লোরিয়াডস ল্যান্ড অ্যান্ড ডেভেলপমেন্ট লি. এর বিল্লাল হোসেন (৩০), অনিক মোল্লা (২০), মো.আবু সাইদ (৩৫) ও বায়জিদ (২০) নামে চারজন গুলিবিদ্ধ হয় এবং মাসুম বিল্লা (২০) নামে একজন আহত হয়। তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বিরুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কৃষিবিদ গ্রুপের পাশের জমিটি বুখারি নামের একজন দেখাশোনা করতেন। তার সঙ্গে আরো কয়েকজন মিলে জমিতে সীমানা প্রাচীর করার সময় গুলির ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ হয়নি।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।