ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়া-নোয়াখালী নৌরুটে সি-ট্রাক চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
হাতিয়া-নোয়াখালী নৌরুটে সি-ট্রাক চলাচল বন্ধ

নোয়াখালী: বৈরী আবহাওয়া ও তিন নম্বর সতর্কতা সংকেতের কারণে হাতিয়া-নোয়াখালী নৌরুটের একমাত্র সি-ট্রাক চলাচল দুইদিন ধরে বন্ধ রয়েছে। এতে নোয়াখালী শহর মাইজদী থেকে আসা হাতিয়াগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

স্থানীয়রা জানায়, দুইদিনের গুড়ি গুড়ি বৃষ্টি ও তিন নম্বর সতর্কতা সংকেত থাকায় নোয়াখালীর মূল ভূ-খণ্ড থেকে বিচ্ছিন দ্বীপ হাতিয়া উপজেলার মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম সি-ট্রাকটি বন্ধ রয়েছে। এরফলে চেয়ারম্যান ঘাটে সি-ট্রাকের শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

ফলে জীবনের ঝুঁকি নিয়ে যাত্রীরা বিকল্প পথ ট্রলার করে হাতিয়ায় যাচ্ছেন।

হাতিয়া নৌযান সি-ট্রাকের ম্যানেজার মহিবুল ইসলাম নিপু বাংলানিউজকে জানান, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় দুইদিন ধরে সি-ট্রাকটি বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া না থাকলে সোমবার (১১ ডিসেম্বর) সকাল থেকে সি-ট্রাকটি পুনরায় চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসম্বের ১০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।