ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ১ মাসে ২৭২ অপরাধ সংঘটিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বরিশালে ১ মাসে ২৭২ অপরাধ সংঘটিত

বরিশাল: বরিশাল জেলা ও মহানগর এলাকায় গত এক মাসে ২৭২টি অপরাধ সংঘটিত হয়েছে। এর মধ্যে ৩টি হত্যাকাণ্ডের ঘটনা রয়েছে, পাশাপাশি মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ১৫৫টি।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত আইন-শৃঙ্খলা কমিটির সভায় এ তথ্য জানানো হয়।

সভা সূত্রে জানা যায়, চলতি বছরের নভেম্বর মাসে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ১২৭টি অপরাধ সংঘটিত হয়েছে।

এসব ঘটনায় ৪টি নারী নির্যাতন, ৮৩টি মাদকদ্রব্য, ২টি দ্রুত বিচার ও ১টি শিশু নির্যাতনের মামলা রুজু করা হয়েছে।

অপরদিকে বরিশাল জেলায় নভেম্বর মাসে ১৪৫টি অপরাধ সংঘটিত হয়েছে। যার মধ্যে ৩টি হত্যাকাণ্ড, ৮টি নারী নির্যাতন, ৭২টি মাদকদ্রব্য মামলা, পুলিশ আক্রান্ত ১টি ও ১২টি শিশু নির্যাতন সংঘটিত হয়েছে। এসব ঘটনায়ও সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হয়েছে।

সভার সভাপতি বরিশাল জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, পারিবারিক ও সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে এর ওপর গুরুত্বারোপ করতে হবে। ইভটিজিং প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসার এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সবাইকে তৎপর থাকার আহ্বান জানান তিনি।  

আইন-শৃঙ্খলা কমিটির সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী মো. ওয়াহেদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনির হোসেন হাওলাদার, বিএমপি’র অতিরিক্ত উপ পুলিশ কমিশনার সাইফুল্লাহ মো. নাসের প্রমুখ।

বাংলা‌দেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।