ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়েই বিচ্ছেদের অন্যতম কারণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বাল্যবিয়েই বিচ্ছেদের অন্যতম কারণ কনফারেন্স রুমে সভা, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, আঠার বছরের আগে বিয়ে নয়। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, কাজী, মসজিদের ইমাম, পুরহিত ও প্রশাসনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বাল্য বিয়েই বিচ্ছেদের অন্যতম প্রধান কারণ।

নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০১৭ উপলক্ষে 'বাল্যবিয়ে প্রতিরোধে আমাদের করণীয়' শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন। প্ল্যান ইন্টারন্যাশনালের অর্থায়নে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি’র উদ্যোগে রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় গার্ল অ্যাডভোকেসি অ্যালায়েন্স প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

 

মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেন, কোনোভাবেই আঠারো বছরের আগে মেয়ের বিয়ে নয়। এ বিষয়ে অভিভাবক, শিক্ষক, কাজী, মসজিদের ইমাম, পুরহিত ও প্রশাসনসহ সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। শিক্ষার অভাব, কুসংস্কার এবং সামাজিক মূল্যবোধের অভাবে সমাজে বাল্যবিয়ে রোধ করা যাচ্ছে না। বাল্যবিয়ে প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি বিদ্যমান আইনের প্রয়োগের প্রতি গুরুত্ব দিতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাসিকের প্যানেল মেয়র-১ ও ২৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. আনোয়ারুল আমিন আযব, প্যানেল মেয়র-৩ ও ৯নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মোসা. নূরুন্নাহার বেগম ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী। আলোচনায় অংশ নেন ৮নং সংরক্ষিত আসনের কাউন্সিলর শাহনাজ বেগম শিখা, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা বেগম মিলি, রাজশাহী শহর রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাসসের সিনিয়র রিপোর্টারর আইনাল হক, বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট শরীফ সুমন, সাংবাদিক দুলাল আব্দুল্লাহ, সাংবাদিক পরিতোষ চৌধুরী আদিত্য, সাবিত্রী স্কুলের প্রধান শিক্ষক গোপেশ চন্দ্র মন্ডল প্রমুখ।

এসিডির প্রকল্প সমন্বয়কারী এহসানুল আমিন ইমনের সঞ্চালনা ও প্রকল্প সমন্বয়কারী মনিরুল ইসলাম পায়েলের উপস্থাপনায় মতবিনিময় সভায় কাউন্সিলর, শিক্ষক, আইনজীবী ও পুলিশ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।