ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
বদরগঞ্জে স্কুলছাত্রীর আত্মহত্যা

রংপুর: বদরগঞ্জের কালুপাড়া ইউনিয়নে পিংকি আকতার (১৩) নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে।

পিংকি খামার পাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও মায়াভুবনের মোশারফ হোসেনের মেয়ে।

রোববার (১০ ডিসেম্বর) দুপুরে কালুপাড়া ইউনিয়নের মায়াভুবন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছেন পিংকি। দুপুরে পরিবারের সদস্যরা ঘরের তীরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পিংকির মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করেন।

বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বাংলানিউজকে জানান, পরিবারের সদস্যদের আপত্তি না থাকায় মরদেহ দাফনের জন্য অনুমতি দেওয়া হয়েছে। শুনেছি মেয়েটি মানসিক ভারসাম্যহীন ছিলো।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।