ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

ভাইয়ের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে বোন উধাও! 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
ভাইয়ের টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে বোন উধাও! 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলায় ভাইয়ের রক্ষিত ৬২ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এক বোন তার প্রেমিক সঙ্গে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

অভিযুক্তরা হলেন- বোন রাজিয়া সুলতানা (৩০) ও তার প্রেমিক মমিনুল রশিদ ওরফে রাজিব (৩৩)।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে সদর মডেল থানায় ভাই আদিল আহমেদ বাদী হয়ে বোন ও বোনের প্রেমিকসহ ৬ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

 

গত ১২ ডিসেম্বর (মঙ্গরবার) সকালে তারা পালিয়ে যায় বলে মামলায় উল্লেখ করা হয়।

সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জামাল হোসেন বাংলানিউজকে বলেন, আদিল আহমেদের মা মারা যাওয়ার পর থেকে তার বোন রাজিয়া সুলতানা তাদের সঙ্গে বসবাস করতো। তাদের ব্যবসায়িক লেনদেনের ৫২ লাখ টাকা তার একাউন্টে ছিলো। পালিয়ে যাওয়ার সময় সেই টাকা আর ঘরে থাকা ১০ লাখ টাকা ও ১২০ ভরি স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়।

আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান এসআই জামাল।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।