ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় হেরোইন-চোলাইমদসহ আটক ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
নওগাঁয় হেরোইন-চোলাইমদসহ আটক ৩

নওগাঁ: নওগাঁর রাণীনগরে পৃথক অভিযান চালিয়ে ৫৩ পুরিয়া হেরোইন ও ৮ লিটার চোলাইমদসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার রামরায়পুর গ্রাম ও নগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- নওগাঁ সদর উপজেলার রামরায়পুর গ্রামের নাছির উদ্দীনের ছেলে নাহিদুল ইসলাম ঝুন্টু (২৫), একই উপজেলার নগর ব্রিজ এলাকার বাসিন্দা দেবাশিষ চন্দ্র (২৬) ও রনি আহম্মেদ (২৭)।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার রামরায়পুর গ্রাম ও নগর ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫৩ পুরিয়া হেরোইন ও ৮ লিটার চোলাইমদসহ ওই তিন মাদক বিক্রেতাকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।