ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
টাঙ্গাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সানোয়ার হোসেন (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ভূঞাপুর ভূমি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সানোয়ার সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার গাড়ামাসি গ্রামের আইয়ুব আলীর ছেলে এবং বেসরকারি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কোম্পানি ফাইবার এট হোমে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।

ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) কাইয়ুম খান সিদ্দিকী বাংলানিউজকে জানান, দুপুরে ভূঞাপুর ভূমি অফিসের সামনে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন সানোয়ার। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।