ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে ভারতীয় প্যান্টের পিস জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
মাধবপুরে ভারতীয় প্যান্টের পিস জব্দ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ২২ থান ভারতীয় প্যান্টের পিস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার মনতলা রেলস্টেশন এলাকা থেকে প্যান্টের পিসগুলো জব্দ করা হয়।

বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা মনতলা রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে ২২ থান ভারতীয় প্যান্টের পিস জব্দ করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দককৃত প্যান্টের পিসের আনুমানিক মূল্য এক লাখ ৮০ হাজার টাকা।

এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।