ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
স্কুলছাত্র হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশালে বিক্ষোভ স্কুলছাত্র আবু সালেহর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বরিশাল নগরে বিক্ষোভ-মিছিল

বরিশাল: বরিশাল নগরের নূরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আবু সালেহর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ-মিছিল করা হয়েছে।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে নগরের রুপাতলী এলাকার শেরে বাংলা সড়ক থেকে এলাকাবাসীর ব্যানারে মিছিলটি বের হয়। মিছিলটি এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আকবর চত্বরে এসে শেষ হয়।

পরে সেখানে মানববন্ধন করা হয়।

এসময় স্থানীয়রাসহ নিহতের সহপাঠী ও পরিবারের স্বজনরা উপস্থিত ছিলেন।

রোববার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের শেরে বাংলা রোডের একটি বন্ধ চায়ের দোকানের সামনে এসএসসি পরীক্ষার্থী আবু সালেহের ওপর হামলা চালায় একই এলাকার কলেজছাত্র হৃদয়। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সালেহকে মৃত ঘোষণা করেন।

আবু নগরের রুপাতলী এলাকার শেরে বাংলা রোডের মৃধা বাড়ির লিটন মৃধার ছেলে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এমএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।