খুলনা: ভালো খেলোয়াড় হতে হলে অবশ্যই খেলার প্রতি মনসংযোগ বৃদ্ধি করতে হবে বলে জানিয়েছেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার।
তিনি বলেন, খেলার সময় দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে পারতে হবে।
বুধবার (১ জানুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামে অনূর্ধ্ব ১৮ ইয়ং টাইগার জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪-২৫’র খেলোয়াড়দের সঙ্গে পরিচিতি ও মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মো. মনজুর আলম, সিনিয়র সাংবাদিক ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য শেখ দিদারুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে বিভাগীয় কমিশনার খুলনা বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন করেন।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২৫
এমআরএম/এমজে