ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
নেত্রকোনায় অস্ত্র ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপেজলায় মো. শামীম তালুকদার (৩৮) নামে অস্ত্র ও ডাকাতিসহ বিভিন্ন মামলার এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সকালে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। শামীম মদন উপজেলার দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল আহাদ তালুকদারের ছেলে।

 

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন বাংলানিউজকে জানান, শামীম বিডিআর বিদ্রোহ মামলায় সাত বছর কারাভোগ করেন। পরে কারাগার থেকে বেরিয়ে তিনি বিভিন্ন অপরাধমূল কর্মকাণ্ডে যুক্ত হন। পুলিশ সুপারের নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়।  

তার বিরুদ্ধে ময়মনসিংহ ও নেত্রকোনায় ডাকাতি, অস্ত্র আইন, পুলিশ অ্যাসল্টসহ চারটি মামলা রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।