ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
পাথরঘাটায় ইয়াবাসহ যুবক আটক

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় ১২ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম (২৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে পাথরঘাটা পৌরসভার নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে একটি ভাঙ্গারী দোকান থেকে তাকে আটক করা হয়। ইব্রাহিম পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নুরুল হক মিয়ার ছেলে।

পাথরঘাটা থানা উপ পরিদর্শক (এসআই) মো. সিদ্দিকুর রহমান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে নতুন বাজার ব্রিজের উত্তর পাড়ে একটি ভাঙ্গারী দোকানে অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবাসহ ইব্রাহিমকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।