ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

দুর্গাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
দুর্গাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবন উদ্বোধন

আশুলিয়া, সাভার: আশুলিয়ার কাঠগড়ায় দুর্গাপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নতুন ভবনের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন এ ভবনের উদ্বোধন করেন।

স্কুলের পরিচালক রুবেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাভার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদির, মুক্তিযোদ্ধা মো. আলতাফ মণ্ডল, মো. সামসুদ্দিন ও মো. আনসার আলী প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা-শিক্ষার্থী ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজন শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।