ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ককটেলসদৃশ বস্তু জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
মোহাম্মদপুরে ককটেলসদৃশ বস্তু জব্দ

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে ককটেলসদৃশ বস্তুর চারটি প্যাকেট জব্দ করা হয়েছে। এসময় ২৪ বোতল ফেনসিডিলও জব্দ করা হয়।

রোববার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় ওই এলাকার আজিজ মহল্লার এফ ব্লকের ১২-১২ নম্বর বাসা থেকে এ প্যাকেট ও ফেনসিডিল জব্দ করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর বাংলানিউজকে জানান, খবর পেয়ে বোমা আছে ধারণা করে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ।

পরে সেই বাসা থেকে ককটেলসদৃশ চারটি প্যাকেট জব্দ করে থানায় আনা হয়েছে। পরীক্ষার পর এগুলো সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এ ঘটনায় কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।