ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীকে জরিমানা

ঈশ্বরদী: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশি বিভাগীয় রেলওয়ে কর্তৃপক্ষ।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ৭টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন পার্বতীপুর, ফুলবাড়ি, সান্তাহার জংশন, ঈশ্বরদী বাইপাস স্টেশনে এ অভিযান চালানো হয়।

পাকশি বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা শওকত জামিল মোহসী বাংলানিউজকে জানান, পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন চারটি স্টেশনের ওপর দিয়ে যাওয়া চিলাহাটি হতে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ও দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনে টিকেট চেকিং অভিযান চালানো হয়।

এ সময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২৩০ যাত্রীর কাছ হতে ৫৫ হাজার ১৪০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামীল মোহসী, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর স্বপন কুমার, জুনিয়র ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর রহমান স্বপন, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক, বরকত উল্লাহ মিঠু, আব্দুল আলিম মিঠু এ অভিযান পরিচালনা করেন।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।