ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাংশায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
পাংশায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় একটি আখ ক্ষেত থেকে শাফিন খান ওরফে শফিক (৪০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার হাবাসপুর ইউপির চর ঝিকড়ী গ্রামের একটি আখ ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শফিক কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার আমবাড়ীয়া গ্রামের আবু বক্কার খানের ছেলে।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জেল হোসেন বাংলনিউজকে জানান, দুপুর ১২টার দিকে চরঝিকড়ী গ্রামের একটি আখ ক্ষেতের মধ্যে স্থানীয় লোকজন মরদেহটি দেখতে পেয়ে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

শফিকের মুখে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৮৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।