ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকলেট কিনতে গিয়ে প্রাণ গেলো পিয়ার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
চকলেট কিনতে গিয়ে প্রাণ গেলো পিয়ার

কিশোরগঞ্জ: চকলেট কিনতে গিয়ে অটোরিকশা চাপায় প্রাণ হারালো পিয়া আক্তার (০৭) নামে একটি শিশু।

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পাড়াকুল মোড়ে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত পিয়া আক্তার একই ইউনিয়নের খুজারগাঁও গ্রামের মেরাজ উদ্দিনের মেয়ে।

সে স্থানীয় একটি কিন্ডারগার্টেনের নার্সারির ছাত্রী।  

স্থানীয়রা জানান, সকালে নানা বাড়ির পাশে পাড়াকুল মোড়ের দোকানে চকলেট কিনতে যায় পিয়া। এসময় ব্যাটারি চালিত একটি অটোরিকশা তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।