ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ

নিউজ ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
ছুটির দিনে সড়কে ঝরল ১২ প্রাণ পাবনার সাঁথিয়ায় দাঁড়িয়ে থাকা থ্রি-হুইলারে ট্রাকের ধাক্কায় তিনজন প্রাণ হারান। ছবি: বাংলানিউজ

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার (২৭ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনা ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে পাবনার সাঁথিয়ায় তিনজন, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেষ সীমান্তে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী টোল প্লাজায় পাঁচজন, রাজধানীর যাত্রাবাড়ী কুতুবখালী এলাকায় দুজন ও দিনাজপুরের পার্বতীপুরে দুজন প্রাণ হারিয়েছেন।

 এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১৫ জন।

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনার খবর পাওয়া যায়।  

বাংলানিউজের প্রতিনিধিদের পাঠানো খবর:

পাবনা: জেলার সাঁথিয়া উপজেলার রাঙামাটিয়া নামক স্থানে দাঁড়িয়ে থাকা  শ্যালো ইঞ্জিনচালিত করিমনে (থ্রি-হুইলার) ট্রাকের ধাক্কায় তিন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন পাঁচজন। শুক্রবার ভোর ৫টার দিকে উপজেলার সাঁথিয়া-মাধপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, সাঁথিয়ার রাঙামাটি গ্রামের আলতাফের ছেলে খোকন ইসলাম (২৭), ছোন্দহ গ্রামের ধনী প্রামাণিক (৫০) ও একই গ্রামের সাইদের ছেলে রাসেল আহমেদ (২৭)।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবদুল লতিফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেষ সীমান্তে বঙ্গবন্ধু মহাসড়কের (ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে) ধলেশ্বরী টোল প্লাজায় দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকার ও মোটরসাইকেলে বেপরোয়া গতির বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।  

হাসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল কাদের জিলানী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারীসহ দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের বয়স আনুমানিক ৭০ ও ৬০ বছর।  

দুপুর ২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।  

জানা গেছে, ওই দুজন কুতুবখালীতে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী কোনো যানবাহন তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। আহতাবস্থায় পথচারীরা দুজনকে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাত নারীকে মৃত ঘোষণা করেন এবং উন্নত চিকিৎসার জন্য আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেলে সাড়ে ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।  

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি জানান, নিহত দুজন আত্মীয় হতে পারেন আবার স্বামী-স্ত্রীও হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

দিনাজপুর: জেলার পার্বতীপুরে পিকআপভ্যানের ধাক্কায় তানভির ইসলাম মোহন (২৫) ও তাজমিন আক্তার (১৯) নামে দুজনের মৃত্যু হয়েছে। এরা সম্পর্কে দুজন প্রেমিক ও প্রেমিকা বলে জানা গেছে।

দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর আঞ্চলিক মহাসড়কে ঝাল্লার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের দিকে পার্বতীপুর-রংপুর মহাসড়কের ঝাল্লার মোড়ে পৌঁছালে রংপুরের দিক থেকে আসা ডিম বোঝাই একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তানভির নিহত হন।

পার্বতীপুর মডেল থানার ওসি দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. জাকির হোসেন মোল্লা ঘটনায় সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।