ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে আনসার-আল-ইসলামের ২ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
না.গঞ্জে আনসার-আল-ইসলামের ২ সদস্য আটক র‌্যাবের হাতে আটক আনসার-আল-ইসলামের দুই সদস্য/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার-আল-ইসলামের (আনসারুল্লাহ বাংলা টিম) দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব।

আটকরা হলেন-কুমিল্লার চৌদ্দগ্রাম এলাকার জাহিদুল ইসলাম কাওসার (৩২), গাইবান্দার সদরের মশিউর রহমান জীবন (২৮)।  

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১১ এর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গোপন সংবাদের ভিতিত্তে নারায়ণগঞ্জের আড়াইহাজার থানাধীন ইবারদী স্ট্যান্ড এলাকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় দেশিয় অস্ত্র ও লিফলেট জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।