ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান বরিশালে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়

বরিশাল: বরিশাল নগরের ত্রিশ গোডাউন এলাকায় রাস্তার পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সিটি কর্পোরেশন।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহমেদ জুয়েলের নেতৃত্বে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।  

অভিযানে রাস্তার দু’পাশে থাকা অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

 

সিটি কর্পোরেশনের সড়ক পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, ত্রিশ গোডান ও বদ্ধভূমি সড়কের পাশে বিসিসি’র জমি অবৈধভাবে দখল করে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা গড়ে ওঠে। এসব অবৈধ স্থাপনা স্বেচ্ছায় অপসারণের জন্য এর আগে বহুবার লিখিত ও মৌখিক নোটিশ দেওয়া হলেও সংশ্লিষ্টরা কর্ণপাত করেনি।

কর্পোরেশন সড়ক পরিদর্শক সাজ্জাদ হোসেন জানান, ৩০টি ওয়ার্ডে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযান অব্যাহত থাকবে।  

এদিকে অভিযান নিয়ে অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্তরা। তারা দাবি করেছেন, অভিযানের আগে তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি। হঠাৎ অভিযানের কারণে বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানের বহু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরো এলাকায় বিপুল সংখ্যক আর্মড পুলিশ ব্যাটালিয়ন মোতায়েন করা হয়।

 বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
 এমএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।