ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিরলেন নিখোঁজ সাংবাদিক উৎপল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৭
ফিরলেন নিখোঁজ সাংবাদিক উৎপল সাংবাদিক উৎপল দাস তার মা

নারায়ণগঞ্জ: দীর্ঘ দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর সন্ধান মিলেছে সাংবাদিক উৎপল দাসের।

নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।  ভুলতা পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শহীদুল আলম বাংলানিউজকে বলেন, আদুরিয়া ফিলিং স্টেশনের সামনে একটি কালো মাইক্রোবাস তাকে ফেলে রেখে যায়।

পরে আমরা গিয়ে উদ্ধার করি।

উৎপলের বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক চিত্তরঞ্জন দাস বাংলানিউজকে বলেন, কিছুক্ষণ আগে তার মার সঙ্গে উৎপলের কথা হয়েছে। সে এখন বাসায় ফিরে আসছে।

বাংলানিউজের পক্ষ থেকে উৎপলের সঙ্গে কথা বলা হলে তিনি জানান, ভালো আছেন। বাসায় ফিরে পুরো ঘটনা সম্পর্কে বলবেন।

আমি ভালো আছি, বললেন উৎপল

এর আগে বাবা চিত্তরঞ্জন দাস জানিয়েছিলেন, ১০ অক্টোবর দুপুরে তার ছেলের সঙ্গে সর্বশেষ তার মায়ের কথা হয়েছিল মোবাইল ফোনে। এরপর বিকেল থেকে মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়। পাশাপাশি কোনো খোঁজ পাওয়া যায়নি।

উৎপল দাস পূর্বপশ্চিমবিডিনিউজের একজন সিনিয়র রিপোর্টার। পরিবারসহ কর্মস্থল থেকেও সাধারণ ডায়েরি করা হয়।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওমর ফারুক সেসময় বলেছিলেন, তারা উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন।

তাকে ফিরে পেতে দিনের পর দিন সাংবাদিক নেতারা রাস্তায় নেমেছেন। জেলায় জেলায় কর্মসূচি পালন করেছেন।

বাংলাদেশ সময়: ০০২১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
পিএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।