ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাধবপুরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
মাধবপুরে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুরে ধান ক্ষেত থেকে হাত-পা বাঁধা অবস্থায় সেলিম মিয়া (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত সেলিম উপজেলার সুন্দ্রাদিল গ্রামেতর এলাম খা’র ছেলে।

মাধবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মমিনুল হক বাংলানিউজকে বলেন, মঙ্গলবার (১৮ ডিসেম্বর) সেলিম মিয়া মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। স্থানীয়রা বুধবার (২০ ডিসেম্বর) ভোরে সুন্দ্রাদিল এলাকার একটি ধান ক্ষেতে মরদেহ পরে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ছিনতাইকারীরা তাকে খুন করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। ময়নাতদন্ত প্রতিবেদন আসার পর বিষয়টি জানা যাবে বলেও জানান এসআই মমিনুল।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।