ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় আহত সালথার ইউএনও

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
সড়ক দুর্ঘটনায় আহত সালথার ইউএনও

ফরিদপুর: সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসান। আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখান থেকে তাকে ঢাকায় নেওয়া হবে বলে জানিয়েছেন তার সহকর্মীরা।

বুধবার (২০ ডিসেম্বর) সকাল নয়টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের জিয়াকুলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান।

পথিমধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায় তাকে বহনকারী সরকারি জিপগাড়ি। এতে তিনি ও গাড়ির চালক হাসমত আহত হয়েছেন।

দুর্ঘটনা কবলিত ইউএনও’র গাড়ি।  ছবি: বাংলানিউজফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক বাংলানিউজকে জানান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোবাশ্বের হাসানের অবস্থা আশঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে তাকে ঢাকায় নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।