ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় মাথায় কাঠ পড়ে নিহত ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
আশুলিয়ায় মাথায় কাঠ পড়ে নিহত ১

আশুলিয়া, সাভার: আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় কাঠ নামাতে গিয়ে মাথায় আঘাত পেয়ে মোস্তফা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বুধবার (২০ ডিসেম্বর) ভোরে ডেন্ডাবর পল্লীবিদ্যুৎ এলাকার বিসমিল্লাহ ফার্নিচার ও অটো স’মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোস্তফা কামালের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার গোপিনাথপুর গ্রামে।

তিনি বিসমিল্লাহ ফার্নিচার ও অটো স’মিলে কাজ করতেন।  

পুলিশ জানান, ভোরে স’মিলে আসা একটি ট্রাক থেকে কাঠ নামাচ্ছিলেন কামালসহ কয়েকজন শ্রমিক। এসময় ট্রাক থেকে কাঠ কামালের মাথায় পড়লে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন ছোটন জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।  

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।