ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাশিয়ানীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কাশিয়ানীতে পুলিশের সঙ্গে গুলি বিনিময়, গ্রেফতার ১ গুলিবিদ্ধ সনেট

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়েছে। এ ঘটনায় কাশিয়ানীর শীর্ষ সন্ত্রাসী সনেট মিয়া ওরফে পিস্তল সনেটকে (৩০) গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। 

এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত রাত সোয়া ১টার দিকে কাশিয়ানী উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে এ গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসময় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) গণেশ, কনস্টেবল মাসুদ ও ফরহাদ আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ সনেট কাশিয়ানী উপজেলার সন্ধ্যা বাজার এলাকার শহীদ মিয়ার ছেলে।
 
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলী নূর হোসেন জানান, মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে সন্ধ্যা বাজার এলাকা থেকে সন্ত্রাসী সনেটকে আটক করে পুলিশ। তার দেওয়া তথ্য মতে রাত সোয়া ১টার দিকে তাকে নিয়ে উপজেলার চাপ্তা এলাকার বালুর মাঠে অস্ত্র উদ্ধার করতে যায় পুলিশ। এসময় সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় সনেটের ডান পায়ে গুলি লাগে।  

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আহত সনেটকে প্রথমে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।  

সনেটের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, অপহরণ, মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা ও ধর্ষণসহ বিভিন্ন অভিযোগে আটটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।