ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের আলোয় আলোকিত ইটনার ৪ গ্রামের ১২৪২ পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
বিদ্যুতের আলোয় আলোকিত ইটনার ৪ গ্রামের ১২৪২ পরিবার বিদ্যুতায়নের উদ্বোধন করছেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওর উপজেলার ইটনার চারটি গ্রামের এক হাজার ২৪২ পরিবারকে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কুর্শি, পং দুলন, হরিপুর ও গোয়ারা গ্রামে এ বিদ্যুতায়নের উদ্বোধন করেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক।

এসময় উপস্থিত ছিলেন-ইটনা উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মনিরউদ্দীন মজুমদার, কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ১০ নম্বর এলাকার পরিচালক মো. ইদ্রীস আলী, আওয়ামী লীগ নেতা জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা সুমন, উপজেলা যুবলীগের সভাপতি আবুল কালাম আজাদ, উবায়দুর রহমান সেলিম প্রমুখ।


 
এ চার গ্রামের ১৫.৮১ কিলোমিটার বিদ্যুৎ লাইনের জন্য দুই কোটি ৩৭ লাখ টাকা ব্যয় করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।