ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুবিতে পরিবহন ধর্মঘট, বাসে হামলাকারীদের গ্রেফতার দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কুবিতে পরিবহন ধর্মঘট, বাসে হামলাকারীদের গ্রেফতার দাবি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে হামলার ঘটনা ৭২ ঘণ্টা পেরিয়ে গেলেও হামলাকারীরা গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা।

বুধবার (২০ ডিসেম্বর) দুপুরে ক্যাম্পাসের মূল ফটক আটকে মানববন্ধনের পর অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমিতি, পরিবহন কর্মচারী ইউনিয়ন, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ।

মানববন্ধনে বক্তরা বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবহন কর্মচারীদের ওপর সন্ত্রাসী হামলায় একজনকে আটক করলেও পুলিশ প্রশাসন বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

এসময় তারা পুলিশ প্রশাসনকে গুরুত্বের সঙ্গে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান। দোষী ব্যক্তিদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত এ পরিবহন ধর্মঘট চলবে বলে মানববন্ধনে ঘোষণা দেন কর্মচারীরা।

এ বিষয়ে কুমিল্লার কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম মিয়া বাংলানিউজকে বলেন, মামলা হয়েছে। আমরা অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।

বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭ৎ
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।