ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে পুলিশ ক্যাম্পের পাশে সোনার দোকানে ডাকাতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
কেরানীগঞ্জে পুলিশ ক্যাম্পের পাশে সোনার দোকানে ডাকাতি

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে পুলিশ ক্যাম্পের পাশেই সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। তবে ডাকাতি করে পালানোর সময় কয়েকটি ককটেলসহ নাসির উদ্দিন নামে এক ডাকাতকে আটক করেছেন এলাকাবাসী।

বুধবার (২০ ডিসেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন আটিবাজার এলাকার নিলয় জুয়েলার্স নামে সোনার দোকানে ডাকাতির এ ঘটনা ঘটে। ঐ দোকানের ৩শ’ গজ দূরত্বের মধ্যে আটিবাজার পুলিশ ক্যাম্পের অবস্থান।

স্থানীয়রা জানান, ১০-১৫ জনের একটি ডাকাতদল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঐ দোকানে প্রবেশ করে। এসময় তারা দোকানের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে তারা পালিয়ে যাওয়ার সময় ফের ককটেল বিস্ফোরণ ঘটায়। এসময় এলাকাবাসী এক যুবককে আটক করে ও তার কাছ থেকে ৩টি ককটেল উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাজারের এক দোকানদার বলেন, সোনার দোকান থেকে মাত্র ৩শ’ গজের মধ্যে আটিবাজার পুলিশ ক্যাম্পের অবস্থান। ডাকাতদল প্রায় ১৫ মিনিট ধরে তাণ্ডব চালিয়ে ডাকাতি করে চলে যাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ আসে।

ডাকাতির শিকার নিলয় জুয়েলার্সের মালিক মাখন সাংবাদিকদের বলেন, ডাকাতরা ককটেল বিস্ফোরণ করতে করতে দোকানে ঢুকে কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুটে নেয়।  

দোকান মালিকের দাবি, ডাকাতদল তার দোকান থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার লুট করেছে। তবে সেটি কি পরিমাণ তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি জুয়েলার্সের মালিক।

এ ব্যাপারে আটিবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ একলাস রেজা বাংলানিউজকে বলেন, আমি এখনো কিছু জানিনা। খোঁজ নিয়ে বলতে পারবো।

ঢাকা জেলা (দক্ষিণ) গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় নাসির উদ্দিন নামে একজনকে আটক করা হয়েছে। তার কাছ থেকে ৩টি ককটেল উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০১৭
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।