ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
গোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু নিহতের স্বজনদের আহাজারি

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার আরিজপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম ওই গ্রামের মৃত আব্দুল আলী মণ্ডলের ছেলে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান মিজান বাংলানিউজকে বলেন, দুপুরে দা দিয়ে বাড়ির পাশের একটি আমড়া গাছ পরিষ্কার করছিলেন সাইফুল। কিন্তু ওই গাছের সঙ্গে যে, বিদ্যুতের তার ছিঁড়ে ঠেকে ছিল তা খেয়াল করেননি। এ সময় দায়ের সঙ্গে তার লেগে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইফুল।  

পরে স্বজনরা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়না তদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই মিজানুর।

রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বাংলানিউজকে বলেন, ঘটনাটি তিনি শুনেছেন। তবে হাসপাতালে যাওয়ার পর মৃত্যু হলে রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।