ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জনগণের রক্ত-ঘাম ঝরানো অর্থে চলছেন, সেবা দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
জনগণের রক্ত-ঘাম ঝরানো অর্থে চলছেন, সেবা দিন বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা/ছবি: পিআইডি

ঢাকা: মেহনতি মানুষের রক্ত-ঘামে ভেজা অর্থে বেতন হয়- এ কথা স্মরণ করিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জনগণের পাশে থেকে তাদের সেবা করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে চলমান ১০২তম ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের (সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের সব সদস্যই কর্মচারী) উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণের পাশে থাকতে হবে, জনগণের আস্থা বিশ্বাস অর্জন করতে হবে।

আজ আমরা যেখানেই যে থাকি, এটা কাদের অর্থে? আমার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, তাদেরই তো রক্ত-ঘাম ঝরা অর্থ। কাজেই তাদের সেবা করা, তাদের জীবনটাকে সুন্দর করা আমাদের সবার কর্তব্য।

‘জনগণকে সেবা দেওয়া আমাদের দায়িত্ব- এই মনোভাব নিয়েই সবাইকে চলতে হবে। ’

প্রধানমন্ত্রী বলেন, কথাগুলো আপনাদের জন্য বলছি, তা নয়। আমিও প্রধানমন্ত্রী হিসেবে সব সময় এ কথাটা চিন্তা করি যে আমি জনগণের সেবক। তাদের ভোটে নির্বাচিত হয়ে এসেছি, তাদের টাকা দিয়েই চলছি। তাদের কতটুকু দিতে পারলাম সেই হিসাবটাই আমি সব সময় করি।

এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্য উদ্ধৃত করেন শেখ হাসিনা।  

জাতির পিতা বলেছিলেন, সমস্ত সরকারি কর্মচারীকেই আমি অনুরোধ করি, যাদের অর্থে আমাদের সংসার চলে তাদের সেবা করুন। মানুষের সেবা করার মতো শান্তি দুনিয়ার আর কিছুতেই হয় না।

শেখ হাসিনা বলেন, যখন যেখানে দায়িত্ব পালন করবেন সেখানে কীভাবে আরো উন্নয়ন করা যায়, কীভাবে মানুষকে আরো সেবা দেওয়া যায় সে চেষ্টা ও উদ্ভাবনী চিন্তা থাকতে হবে। ’

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কয়েকগুণ বেতন বাড়ানোর কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেকের বেতন-ভাতা বাড়িয়ে দিয়েছি। পৃথিবীর কোনো দেশে একসঙ্গে এতো বেতন বাড়ায়নি।

আওয়ামী লীগ সরকারের সাফল্যের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, অন্তত এটুকু দাবি করতে পারি, আমরা সরকার গঠন করার পর সারা বিশ্বে বাংলাদেশ আজ একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। বিদেশেও প্রশিক্ষণের জন্য পাঠাচ্ছি। অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু সেটা কাজে লাগাতে হবে নিজের দেশের জন্য। নিজেদের দেশের আবহাওয়া, নিজের দেশের মাটির সঙ্গে মিশে কাজ করতে হবে।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক, জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর আনোয়ারুল ইসলাম শিকদার।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ১০২তম ও ১০৩তম আইন ও প্রশাসন কোর্সের প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

প্রশিক্ষণার্থীদের পক্ষে বক্তব্য রাখেন ১০২ ‍এবং ১০৩ তম কোর্স থেকে রেক্টর অ্যাওয়ার্ড প্রাপ্ত শুভাশিষ ঘোষ এবং মুহিনুল হাসান।  

***মাদকের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালানোর নির্দেশ 
বাংলাদেশ সময়: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।