ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থার্টিফাস্ট নাইটে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ডিআইজির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
থার্টিফাস্ট নাইটে সর্বোচ্চ সতর্কতার নির্দেশ ডিআইজির মাসিক সভায় পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি/ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: খ্রিস্টান ধর্মাম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন ও থার্টিফাস্ট নাইটে সর্বোচ্চ সতর্ক থাকতে পুলিশ সদস্যদের কঠোর নির্দেশনা দিয়েছেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে নিজের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত মাসিক সভায় তিনি এ নির্দেশ দেন।

ডিআইজি বলেন, বড় দিন ও থার্টিফাস্ট নাইট ঘিরে সব ধরনের নাশকতা এড়াতে সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ।

একই সঙ্গে জঙ্গি ও মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স অব্যাহত থাকবে।

এ সময় অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূইঞাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার, মাদক উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় পাঁচ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।

তারা হলেন- গফরগাঁও সার্কেলের শ্রেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হানুল ইসলাম, নেত্রকোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির তৈমুর ইলী, জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম, জামালপুরের সরিষাবাড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) ঈমান আলী ও মাদারগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল বারেক।

পরে তাদের হাতে সম্মাননা সনদ তুলে দেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

বাংলাদেশ সময়: ১৭১৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৭
এমএএএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।