ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তুরাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
তুরাগে কাভার্ড ভ্যানের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু

ঢাকা: হাসপাতালে চিকিৎসাধীন স্বজনদের দেখতে এসে বেপরোয়া গতির কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ হারালের মা-মেয়ে। রাজধানীর তুরাগ এলাকায় ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সামনে  মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ঘটে।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন মা জেসমিন (৪০) ও তার মেয়ে সাবা মনি (১২)।

তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃত জেসমিনের স্বামীর নাম ফখরুদ্দিন কবির। তারা আশুলিয়া এলাকার বাসিন্দা। এক নিকটাত্মীয়কে দেখতে লেগুনায় করে এসে হাসপাতালের সামনে নামেন তারা। এসময় বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি কাভার্ড ভ্যান তাদের দুজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

কাভার্ড ভ্যানটি আটক করা হলেও চালক পালিয়ে যায়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই রাতে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

এজেএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।