ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

এবার ফিরলেন নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭
এবার ফিরলেন নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষক মোবাশ্বার

ঢাকা:  প্রায় দেড় মাস নিখোঁজ থাকার পর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোবাশ্বার হাসান সিজার বাসায় ফিরেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দিনগত রাত ১টার দিকে তিনি নিজেই বাসায় ফেরেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে খিলগাঁও থানায়।

বিষয়টি নিশ্চিত করে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক  রাতে বাসায় ফিরেছেন বলে তার পরিবারের পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে।

তবে তিনি এতোদিন কোথায় ছিলেন এ বিষয়ে কিছুই জানা যায়নি।
 
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজার ৭ নভেম্বর নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবারে পক্ষ থেকে খিলগাঁও থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল। মোবাশ্বার হাসান নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পেও কাজ করতেন।

এর আগে দুই মাস ১০ দিন নিখোঁজ থাকার পর মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিনগত মধ্যরাতে নারায়ণগঞ্জের ভুলতা এলাকা থেকে সাংবাদিক উৎপল দাসকে উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৭

এসএম/পিএম/এসআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।