ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সার্বজনীন উৎসব বড়দিন, প্রার্থনায় বিশ্বশান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
সার্বজনীন উৎসব বড়দিন, প্রার্থনায় বিশ্বশান্তি বড়দিনে কাকরাইল ধর্মপল্লী- ছবি: হোসাইন মোহাম্মদ সাগর

ঢাকা: বড়দিন নির্দিষ্ট কোনো ধর্মের নয়। এটি সার্বজনীন উৎসব।  সব ধর্ম-বর্ণের মানুষ এ উৎসবে শামিল হতে পারেন। এটাই উৎসবের সার্বজনীন রূপ। আর সে সার্বজনীন রূপ পরিবার থেকে সমাজ, রাষ্ট্র ও বিশ্বময় ছড়িয়ে দেবে শান্তির বার্তা। এমনটাই বলছিলেন কাকরাইল ধর্মপল্লীর ফাদার জোসেফ।

তিনি বলেন, এবারো বড়দিনের প্রার্থনায় বিশ্বশান্তির বিষয়টি প্রাধান্য পেয়েছে। এবারের বড়দিনের প্রার্থনার মূল সুরও ছিল শান্তির আহ্বান।

রোববার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ঘনিয়ে আসার পর থেকেই শুরু হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের আনুষ্ঠানিকতা। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই এ ধর্মপল্লীতে চলে বিভিন্ন ধর্মের মানুষের আনাগোনা।

উৎসব উপলক্ষে  গোশালা স্থাপন, রঙিন কাগজ, ফুল ও আলোর বিন্দু দিয়ে সাজানো হয়েছে এ ধর্মপল্লীর ক্রিসমাস ট্রি। ৎ

**বড়দিনে তেজগাঁও চার্চে হাজার মানুষের মিলনমেলা

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
এইচএমএস/বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।