ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
ধামরাইয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঢাকা: ধামরাইয়ে খুশিমন বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার নবগ্রাম গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। খুশিমন ওই গ্রামের আ. রশিদের স্ত্রী।

কাওয়ালীপাড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, খুশিমন তাদের বাড়ির গরুর ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে। পরে এটি হত্যা না আত্মহত্যা বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।