ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

অবৈধ সম্পদ অর্জনে গাজী কর্পোরেশন চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
অবৈধ সম্পদ অর্জনে গাজী কর্পোরেশন চেয়ারম্যান গ্রেফতার

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের মামলায় গাজী ট্রেডিং কর্পোরেশনের চেয়ারম্যান গাজী মাহমুদ কামালকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে নিজের গুলশানের বাসা থেকে তাকে গ্রেফতার করেন মামলার বাদী দুদকের ঢাকা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মো.আবদুল ওয়াদুদ।  

অবৈধভাবে সাড়ে ১৭ কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগে বুধবার রাজধানীর রমনা থানায় ওই মামলাটি দায়ের করা হয়।

দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, আসামি এখন দুদকের হেফাজতে আছেন। দুপুরের দিকে তাকে আদালতে হাজির করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮,২০১৭
এসজে/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।