ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গজারিয়ায় ২৫০০ পিস ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
গজারিয়ায় ২৫০০ পিস ইয়াবাসহ মামা-ভাগ্নে আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে ২৫০০ পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নেকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মহাসড়কের উজান ভাটি হোটেল এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর বাঘরা এলাকার আব্দুল বারেকের ছেলে রয়েল (৩২) ও একই এলাকার মো. দুলালের ছেলে মিজানুর রহমান (৩৫)।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি চালিয়ে ২৫০০ পিস ইয়াবাসহ মামা-ভাগ্নেকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।