ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
সেনবাগে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগ উপজেলার মোহম্মদপুর ইউনিয়ন থেকে জাহাঙ্গীর আলম (৬৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে দক্ষিণ রাজারামপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জাহাঙ্গীর আলম উপজেলার বীজবাগ ইউনিয়নের বীর নারায়নপুর গ্রামের ওয়াসিল ভূঁইয়া বাড়ির আব্দুল হালিমের ছেলে।

পুলিশ জানায়, ভোরে জাহাঙ্গীর দক্ষিণ রাজারামপুর গ্রামে মুরগির খামারে খাবার দেওয়ার জন্য বাড়ি থেকে বের হন। সকাল সাড়ে ৮টার দিকে খামার থেকে প্রায় ১ কিলোমিটার দূরে রাস্তার পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।  

তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আর্থিক লেনদেনের কারণে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।