ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, মে ৪, ২০২৪
ট্রাকের ধাক্কায় পিকআপ উল্টে দুই নির্মাণশ্রমিক নিহত, আহত ১১

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটি এলাকায় ট্রাকের ধাক্কায় একটি পিকআপভ্যান উল্টে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।

শনিবার (৪ মে) ভোরে শ্রীপুর-মাওনা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন - সুনামগঞ্জে আব্দুর রাজ্জাকের ছেলে রাসেল মিয়া (২৫) ও রাসেলের বোনজামাই আবু সুফিয়ান (২৫)।

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলাল আহমেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  

তিনি জানান, একটি পিকআপে মিক্সচার মেশিন নিয়ে ঢালাই কাজে শ্রীপুর থেকে আনসার রোড এলাকায় যাচ্ছিলেন ১৩ জন শ্রমিক। ভাংনাহাটি এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ডাম্পট্রাক ওই পিকআপটিকে ধাক্কা দেয়। এতে পিকআপ উল্টে মিক্সচার মেশিনের নিচে চাপা পড়ে রাসেল মিয়া ঘটনাস্থলে মারা যান। অন্য ১২ জন আহত হন। পরে আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবু সুফিয়ানকে মৃত ঘোষণা করেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কুদ্দুস বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর ডাম্পট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মে ৪, ২০২৪
আরএস/এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।