ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মায়েদের পা ধুয়ে দিলেন শিশু শিক্ষার্থীরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
নবাবগঞ্জে মায়েদের পা ধুয়ে দিলেন শিশু শিক্ষার্থীরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নবাবগঞ্জ (ঢাকা): মায়েদের পা ধুয়ে রুমাল দিয়ে মুছে দিলেন নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আবেক আপ্লুত হয়ে রেশমা আক্তার নামে ওই বিদ্যালয়ের মো. রওনক রোমান খানের মা বলেন, সন্তান যদি ভাল কাজ করে তাহলে তার বাবা বলেন তার সন্তান। আর খারাপ কিছু করলে মায়ের ওপর দোষ চাপিয়ে দেন।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বার্ষিক ফলাফল ঘোষণা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুর আলী মায়ের প্রতি সন্তানের ভালবাসা বাড়াতে উপস্থিত শিক্ষার্থীদের মায়ের পা ধুয়ে রুমাল দিয়ে মুছে দেয়ার ঘোষণা দেন। এসময় শিক্ষার্থীরা তাদের মায়ের পা ধুয়ে রুমাল দিয়ে মুছে দেয় এবং মায়েরা তাদের অনুভূতি প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।