ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুবর্ণচরে ভবন ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
সুবর্ণচরে ভবন ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নোয়াখালী: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে নির্মাণাধীন একটি ফিলিং স্টেশনের ভবন ধসে পড়ে মো. কামাল হোসেন (৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মো. মাসুদ (৩২) নামে আরো এক শ্রমিক আহত হয়েছেন।

রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের উত্তর আল-আমিন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত মো. কামাল হোসেন চরওয়াপদা গ্রামের আনার আলীর ছেলে।  

স্থানীয়রা জানান, দুপুরে আল-আমিন বাজার এলাকায় ওমরা ফিলিং স্টেশনের ভবনের ছাদ নির্মাণের কাজ চলছিলো।

দুপুরে ছাদের নিচে বাঁশ দেওয়ার কাজ করছিল কামাল, মাসুদসহ কয়েকজন শ্রমিক। এসময় ছাদ ধসে কামাল হোসেন ও মাসুদ গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে কামাল হোসেনের মৃত্যু হয়। আহত মাসুদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

এদিকে, এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে স্থানীয় লোকজন ওই ফিলিং স্টেশনের ঠিকাদার আল আমিনকে গণপিটুনি দিয়ে আহত করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি). নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ডিসম্বের ৩১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।