ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাটিরাঙ্গায় মাহিন্দ্র উল্টে ব্যবসায়ী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
মাটিরাঙ্গায় মাহিন্দ্র উল্টে ব্যবসায়ী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যাত্রীবাহী মাহিন্দ্র উল্টে মো. আবদুল কুদ্দুস (৬০) নামে এক আখ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরো তিনজন আহত হয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ির মাটিরাঙ্গার বেলছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. আবদুল কুদ্দুস ফেনীর সোনাগাজী উপজেলার বাসিন্দা।


 
আহতরা হলেন- নোয়াখালীর সেনবাগের মো. জাকির হোসেন (৫৫), স্কুল শিক্ষক মো. গোলাম মোস্তফা (৫০) ও মাহিন্দ্র চালক মো. আবদুল হান্নান।  

পুলিশ জানায়, সকালে মাটিরাঙ্গা থেকে তবলছড়ি যাওয়ার পথে বেলছড়ির অযোধ্যা এলাকায় পাহাড় থেকে নামতে গিয়ে
একটি মাহিন্দ্র উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে মাহিন্দ্র চালকসহ তিন যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৯টার দিকে আবদুল কুদ্দুস মারা যান।  

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. জাকির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।