ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ৩

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত ৩ দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে সড়ক দুর্ঘটনায় চালকসহ তিনজন আহত হয়েছেন।

সোমবার (০১ জানুয়ারি) দুপুর ১টার দিকে সিলেট সদর উপজেলার টুকেরবাজার তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে অটোরিকশা চালক শফুর আলীকে আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি সুনামগঞ্জের ছাতক উপজেলার ধারণ গ্রামের আতাউর রহমানের ছেলে। তবে আহত দুই যাত্রীর পরিচয় মিলেনি।  
 
প্রত্যক্ষদর্শীরা জানান, টুকেরবাজারমুখী একটি বালু ভর্তি ট্রাক (সিলেট-ড ১১ ১৩২৬) বিপরীতগামী নম্বরবিহীন সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে। এছাড়া স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘন্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।