ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

চার দফা দাবিতে মধুপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৮
চার দফা দাবিতে মধুপুরে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মধুপুর (টাঙ্গাইল): চার দফা দাবিতে টাঙ্গাইলের মধুপুরের স্বাস্থ্য সহকারীরা কর্মবিরতি পালন করছেন।

সোমবার (০১ জানুয়ারি) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মধুপুর শাখার উদ্যোগে এই কর্মবিরতি পালন করা হয়।

দাবিগুলো হলো- বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ মর্যাদা, মূল বেতনের ৩০ ভাগ মাঠ ভ্রমণ ভাতা ও স্বাস্থ্য ঝুঁকি, প্রতি ছয় হাজার জনসংখ্যার বিপরীতে একজন স্বাস্থ্য সহকারী নিয়োগ প্রদানের নিশ্চয়তা ও ১০ ভাগ পোষ্য কোঠা প্রবর্তন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন- বাংলাদেশ হেলথ অ্যাসিস্টেন্ট অ্যাসোসিয়েশন মধুপুর শাখার সভাপতি আরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মানিক, স্বাস্থ্য সহকারী মাহফুজুর রহমান, এইচ আই ইনচার্জ মো. আব্দুল করিম খান, স্বাস্থ্য সহকারী সাহিদা খানম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।