ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে এনএসডিএ-বিটিবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৫
এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে এনএসডিএ-বিটিবি

ঢাকা: ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে কাজ করবে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এনএসডিএ এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-বিটিবি।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) এসএমই ফাউন্ডেশনের পক্ষে মহাব্যবস্থাপক নাজিম হাসান সাত্তার এবং এনএসডিএ’র পক্ষে মো. জোহর আলী এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএসডিএ’র চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী।  

পরে এসএমই ফাউন্ডেশনের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড-বিটিবি। এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং বিটিবি’র পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে ব্যবসার উন্নয়ন, আন্তর্জাতিক যোগাযোগের লক্ষ্যে ভাষাগত দক্ষতা উন্নয়ন, শিল্প মালিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সহায়তা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার-আলোচনা সভা আয়োজন, মানবসম্পদ চাহিদা নিরূপণের লক্ষ্যে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজার জরিপ পরিচালনা, এনএসডিএ অনুমোদিত প্রতিষ্ঠান থেকে দক্ষতা সনদ লাভ, প্রশিক্ষকদের প্রশিক্ষণ আয়োজন, এসএমই উদ্যোক্তা ও ফাউন্ডেশনের কর্মকর্তাদের প্রশিক্ষণ আয়োজনে সহায়তার লক্ষ্যে একসাথে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এনএসডিএ।

সমঝোতা স্মারকের আওতায় দেশের পর্যটন খাতে নতুন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তৈরি, বিদ্যমান উদ্যোক্তাদের উন্নয়ন, পর্যটন খাতের ব্যবসায়িক প্রবৃদ্ধি, আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচার, ইকোট্যুরিজমের প্রচার ও প্রসার, গৃহীত সফট ট্যুরিজম, বিভিন্ন পর্যটন স্পটে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্যের স্যুভেনির শপ স্থাপন, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে এসএমই উদ্যোক্তাদের তৈরি পণ্যের বাজারজাতকরণ, এসএমই উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ এবং অর্থায়ন সহায়তার লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক ফারজানা খান ও মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান ৩২ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র সবশেষ অর্থনৈতিক সমীক্ষা বলছে, দেশে ৭৮ লাখের বেশি কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) শিল্প প্রতিষ্ঠান রয়েছে, যা মোট শিল্প প্রতিষ্ঠানের ৯৯ শতাংশের বেশি। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ এসএমই খাতে। এই খাতে প্রায় আড়াই কোটিরও বেশি জনবল কর্মরত আছে। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।  

২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৫
জিসিজি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।