ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৮
ঝিনাইদহে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে ট্রাকচাপায় নয়ন কুমার ঘোষ ওরফে সাগর (১৯) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার বৈডাঙ্গা এলাকার স্টার ব্রিকসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

সাগর সদর উপজেলার বোড়াই গ্রামের বিধান চন্দ্র ঘোষের ছেলে এবং ঝিনাইদহ সরকারি কে সি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ বাংলানিউজকে জানান, সকালে বৈডাঙ্গা স্টার ব্রিকস ইটভাটার সামনে একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সাগরের মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।