ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০১৮
ফেনীতে ট্রাকচাপায় এক ব্যক্তির মৃত্যু 

ফেনী: ফেনীর দাগনভূঞা উপজেলায় ট্রাকচাপায় ইকবাল হোসেন চৌধুরী (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

রোববার (০৭ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার রঘুনাথপুর বাজারের ফেনী-সোনাইমুড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

ইকবাল উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, দুপুরে ওই বাজারে ফেনী-সোনাইমুড়ি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ইকবাল। এসময় দ্রুতগতির একটি ট্রাক (চট্ট-মেট্রো- ট-১১-০০৯৫) তাকে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কোরেশমুন্সি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে।  

এ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৮
এসএইচডি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।