ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মহেশপুর থানার এসআইসহ ৪ পুলিশ ক্লোজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৮
মহেশপুর থানার এসআইসহ ৪ পুলিশ ক্লোজ

ঝিনাইদহ: দ্বায়িত্বে অবহেলার কারণে ঝিনাইদহের মহেশপুর থানার ৪ পুলিশ সদস্যকে ক্লোজ করে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন-মহেশপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনিসুর রহমান, কনস্টেবল আব্দুল গাফফার, আসাদুল হক ও ইমরান হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার (৪ জানুয়ারি) মধ্যরাতে মহেশপুরের সুন্দরপুর নামক স্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার (সাড়ে ছয় কেজি) নিয়ে পালিয়ে যায়। এতে দ্বায়িত্বে অবহেলার কারণে পুলিশ সদস্যদের লাইনে ক্লোজ করা হয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মধ্যরাতে মহেশপুরের সুন্দরপুর নামক স্থানে সোনারতরী পরিবহনে অভিযান চালিয়ে পুলিশ পরিচয়ে কতিপয় ব্যক্তি ৬৫ পিস সোনার বার ডাকাতি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর নড়েচড়ে বসে জেলা পুলিশ। ঘটনাকে সামনে রেখে মহেশপুর থানায় একটি ডাকাতি মামলা (মামলা নং ১০) দায়ের করে নিবিড় অনুসন্ধানে নামে পুলিশ।

এদিকে অনুসন্ধান চালিয়ে ঘটনার দিন সোনারতরি বাসে অভিযান চালানো হাইওয়েতে দায়িত্বরত পুলিশ সদস্যদের শনাক্ত করা হয়। পরে তাদের লাইনে ক্লোজ করা হয়। এরপর জেলা পুলিশ তাদের বিরুদ্ধে তদন্তে নামে।

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, ০৯ জানুয়ারি, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।