ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাহানারার চিকিৎসার জন্য সহায়তার আবেদন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
জাহানারার চিকিৎসার জন্য সহায়তার আবেদন হাসপাতালে চিকিৎসাধীন জাহানারা বেগম।

ঢাকা: ক্যানসারে আক্রান্ত হয়ে ২০ দিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন গোপালগঞ্জের টু্ঙ্গীপাড়ার জাহানারা বেগম। হাসপাতালে অধ্যাপক ডা. সরোয়ার আলমের অধীনে তার চিকিৎসা চলছে।

জাহানারা বেগমের স্বামী কেরামত আলী মোল্লা কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করেন। চার ছেলে ও দুই মেয়ের সংসারে বর্তমানে দুই সন্তানসহ বসবাস করছিলেন।

হঠাৎ করে স্ত্রীর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবরে ভেঙে পড়েছেন কেরামত আলী।

প্রতিদিন কয়েক হাজার টাকার ইনজেকশন ও ওষুধের পেছনে খরচ হচ্ছে। এমন অবস্থায় তার স্ত্রীর চিকিৎসার জন্য তিনি সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা- রোগীর স্বামী কেরামত আলী মোল্লার (০১৭৬৩-

৬০৯০৮৮) নম্বরে বিকাশ করা যাবে। এছাড়া সোনালী ব্যাংকে সঞ্চয়ী হিসাব নম্বর- ৩৪০১১৫৭৬, কেরামত, বাঁশবাড়ীয়া শাখা, টুঙ্গীপাড়া গোপালগঞ্জ শাখায় সহযোগিতা করা যাবে।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৮
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।